Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপজেলা প্রাণিসম্পদ অফিস, কালিগঞ্জ, সাতক্ষীরা।

আফিসের পরিচিতি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য  ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পর্যায়ের অফিস। ১৯৬৬ সালে উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর গ্রামে অফিসটি স্থাপিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অফিসটি  উপজেলার হাঁসমুরগি/গবাদিপশুর চিকিৎসা প্রদান, টিকাপ্রদান করে আসছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর দেশের আমিষ জাতীয় খাদ্যের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয় রয়েছে।এই অফিস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা পর্যায়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অধীনে পরিচালিত। উপজেলাধীন সকল গবাদীপশু ও পাখী সম্পদের সুরক্ষা ও আধুনিক পালন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে উৎপাদনবৃদ্ধির দায়িত্ব সরকারের এই বিভাগের উপর অর্পিত ।